নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে লড়াইয়ে ফেরে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জসপ্রীত বুমরাহর তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। এতেই নিয়ন্ত্রণ চলে আসে ভারতের। তবে অজি টেলেন্ডারদের প্রতিরোধে অস্বস্তি নিয়ে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। ৩৩৩ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
রোববার (২৯ ডিসেম্বর) দিনের শুরুতেই আগের দিনের সেঞ্চুরিয়ান নীতিশ রেড্ডিকে সাজঘরে ফেরান নাথান লিওন। এতেই ৩৬৯ রানে অলআউট হয় ভারত। ১৮৯ বলে ১১৪ রান করেন নীতিশ। ১০৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
১০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও বুমরাহর তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস ৮ ও উসমান খাজা ২১ রান ও স্টিভেন স্মিথ ১৩ রান করে ফিরে যান।
দলীয় ৮৫ থেকে ৯১ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে অজিরা। তবে একপ্রান্ত আগে রেখে দলের বিপর্যয় সামাল দেন মার্নাস লেবুশানে। অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৫৭ রানে জুটি গড়েন লেবুশানে।
তবে দলীয় ১৪৮ রানে ১৩৯ বলে ৭০ রান করে ফিরে যান লেবুশানে। তার বিদায়ের পর মিচেল স্টার্ক ৫ ও কামিন্স ৪১ রান করে ফিরে যান। এতে দ্রুতই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়।
তবে শেষ উইকেট জুটিতে স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন নাথান লিওন। শেষ বিকালে ভারতীয় বোলারদের হতাশ করে ৫৬ রানে অবিচ্ছন্ন জুটি গড়েন এই দুই টেলেন্ডার।
তাদের ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে দিন শেষ করে অজিরা। লিওন ৫৪ বলে ৪১ ও বোল্যান্ড ৬৫ বলে ১০ রানে অপরাজিত আছেন। বুমরাহ ৪টি ও সিরাজ নেন ৩টি উইকেট।