রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জন উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচ দালালকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার দালালদের কাছ থেকে ৪টি রাইফেলের গুলি, ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সালেহ আহাম্মদ (৩৫) ও তার ভাই নুরুল কবির (২৭), একই এলাকার সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।

উদ্ধারদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক। এদের মাঝে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।

জানা গেছে, ৬১ রোহিঙ্গাসহ মোট ৬৬জনকে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার জড়ো করে দালালরা। সমুদ্র ‍উপকূল ঘেঁষা ওই এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল দলটির। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, কচ্ছপিয়া পাহাড়ি এলাকার একটি বাড়িতে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক লোক জড়ো করার খবর পায় পুলিশ। এ খবরে রোববার ভোরে অভিযানে শুরু হয়। অভিযান টের পেয়ে দালালরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হয়। দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/ এপি
 
unib