শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বৃথা শামীমের বিধ্বংসী ইনিংস, জয়ে শুরু খুলনার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫

টার্গেট ছিল ২০৪। বড় রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগাং কিংস। এরপর দলের ত্রাতা হয়ে আসেন শামীম পাটোয়ারি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয় চিটাগাংকে। অন্যদিকে ৩৭ রানের জয় দিয়ে বিপিএল শুরু করেছে খুলনা টাইগার্স।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ব্যাট করতে নেমে ইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে খুলনা। 

দুজনেই তুলে নেন ফিফটি। বোসিস্টো ৫০ বলে ৭৫ ও অঙ্কন ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। চিটাগাংয়ের পক্ষে আলিস ইসলাম ও খালেদ আহমেদ নেন ২টি করে উইকেট।  

২০৪ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ভুতুড়ে শুরু এক কাণ্ড ঘটে। একের পর এক নো আর ওয়াইডে এক বলে ১৫ রান দেন খুলনার বোলার ওশান থমাস। তবে চিটাগাংয়ের ব্যাটাররা ছিলে আসা-যাওয়ার মাঝে।

দলীয় ৫৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগাং। নাইম ইসলাম ১২, পারভেজ হোসেন ইমন ১৩, মোহাম্মদ মিথুন ৬, উসমান খান করেন ১৮ রান। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান হায়দার আলি ও টম ও'কননেল। 

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় চিটাগাং। মোহাম্মদ ওয়াসিম ৮ ও শরীফুল ইসলাম ১ রান করে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রেখে মারমুখী ব্যাটিং করতে থাকেন শামীম। আর তাকে সঙ্গ দেন আলিস ইসলাম।

ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন শামীম। আলিসকে সঙ্গে নিয়ে ৯১ রানে জুটি গড়েন তিনি। আউট হওয়ার আগে ৩৮ বলে ৭৮ রান করেন শামীম। শেষ পররযন্ত ১৮ ওভার ৫ বলে ১৬৬ রানে অলআউট হয় চিটাগাং। খুলনার পক্ষে আবু হায়দার রনি নেন ৪টি উইকেট।    

ইত্তেফাক/জেডএইচ