২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে আলোচনায় ছিল ‘টাইমড আউট’। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ‘টাইমড আউট’ এবার দেখা গেল চলমান বিপিএলে। তবে সাকিবের মতো ‘টাইমড আউট’ করেননি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল চিটাগাং কিংস। ইনিংসের সপ্তম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নাওয়াজ। প্রথম বলেই স্বদেশী হায়দার আলিকে সাজঘরে পাঠান নাওয়াজ। এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল।
তবে ব্যাট হাতে মাঠে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে। মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে ‘টাইমড আউটের’ আবেদন করেন খুলনার অধিনায়ক মিরাজ। সেই ডাকে সাড়া দেন আম্পায়ার।
‘টাইমড আউট’ হয়ে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল। পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন। স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে। কর্নেল নিজেও ‘থামসআপ’ দেখান। এ ছাড়া মাঠের বাইরে থাকা কিংস কর্ণধার সামির কাদের চৌধুরীকেও দেখা যায় কিছুটা স্বস্তিতে।