শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে হুথি বিদ্রোহীদের হাত রয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।  

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশটির কেন্দ্রীয় এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই আকাশে ধ্বংস করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার আশঙ্কায় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।  

এর আগে হুথি বিদ্রোহীরা দাবি করেছিল, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে হামলা চালিয়েছে। তবে এ হামলাগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।  

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলায় চাপের মুখে রয়েছে ইসরায়েল। গত ২৬ ডিসেম্বরও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে ইসরায়েলি বাহিনী।  

উল্লেখ্য, এর আগে হুথি বিদ্রোহীরা জানিয়েছিল, ইসরায়েল সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ বন্দর, এবং তেলের অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ছয়জন নিহত হন। এ ঘটনার প্রতিক্রিয়ায় হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ জোরদারের ঘোষণা দেয়।  

ইত্তেফাক/ডিজিটাল ডেস্ক
 
unib