বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রোস্টেটের অস্ত্রোপচারের পর জীবনের নিরাপত্তার জন্য জেরুজালেমের হাদাশা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে অবস্থান করছেন। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন।  

রোববার (২৯ ডিসেম্বর) গাজার বেঈত হানুন থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট ছোড়া হয়, যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায়। তবে হামাস কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় নেতানিয়াহুর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

৭৫ বছর বয়সী নেতানিয়াহু এর আগেও বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়, আর গত বছর হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার স্থাপন করা হয়েছিল। এছাড়া পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয়।  

চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা বেড়ে চলেছে, যার কারণে তাকে প্রায়শই চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। 

ইত্তেফাক/টিএইচ
 
unib