শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

তাসকিনের ইতিহাসের পর বিজয়-বার্লের বাজিমাত  

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

প্রথমে তাসকিন আহমেদের ইতিহাস গড়া বোলিং। একাই ৭ উইকেট নিয়ে তোলপাড় করে দেন রেকর্ড বইয়ের পাতা। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও রায়ার্ন বার্লের ফিফটি। এতেই বাজিমাত দুর্বার রাজশাহীর। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী। অন্যদিকে টানা দ্বিতীয় হারের তেঁতো স্বাদ পেলো ঢাকা।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। ১৯ রান খরচায় ৭ উইকেট নেন তাসকিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে সেরা স্পেল এখন এই টাইগার পেসারের। 

পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তিকে। সেইসঙ্গে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন। এরপরও শাহদাত হোসেন দিপুর ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা। দিপু ৪১ বলে করেন ৫০ রান। এছাড়া স্টিফেন এস্কিনাজি ২৯ বলে ৪৬ ও শুভব রানজানে করেন ১৩ বলে ২৪ রান। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দলীয় ৩১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। মোহাম্মদ হারিস ৫ বলে ১২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জিসান আল।

এরপর ইয়াসির আলি রাব্বিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন বিজয়। ৪২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৩ রানে ২০ বলে ২২ রান করে আউট হন ইয়াসির।

এরপর রায়ার্ন বার্লকে সঙ্গে নিয়ে ঢাকার বোলারদের ওপর চড়াও হন বিজয়। আগ্রাসী ব্যাটিংয়ে দুজনেই দেখা পান ফিফটির। ঢাকার বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে ১১ বলে হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। বিজয় ৪৬ বলে ৭৩ ও বার্ল ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। 

ইত্তেফাক/জেডএইচ