দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন বছরের শুরুতে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯ টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উপজেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে জানিয়েছে কৃষি আবহাওয়া অফিস, যা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলতে পারে।
এর আগে, গত বৃহস্পতিবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৩ ডিগ্রি। সেলসিয়াস। গত দেড় মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে।
এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
দিন মজুর কাশেম আলী ও নজরুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে শীত অনেক বেড়েছে। শীতের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। কাজ না করলে চলবো কিভাবে?
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবারও ঘন কুয়াশায় দেখা গেছে। ফুলবাড়ী উপজেলাসহ জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।