বিপিএল ক্রিকেট চলছে মিরপুরে। গতকাল ছিল রংপুর-বরিশালের গুরুত্বপূর্ণ খেলা। দর্শক সকাল বেলাই টিকিট কিনতে মিরপুর জাতীয় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিংপুল কমপ্লেক্সের গেটে টিকিট বিক্রির অস্থায়ী বুথ বসানো হয়েছিল। সেখানে সকাল থেকে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। নির্ধারিত বিক্রি শেষে অনেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হন। বিক্ষোভ করেন বিসিবির বিরুদ্ধে।
বিসিবি টিকিট বিক্রয়ে অনিয়ম করে বলে তারা অভিযোগ তোলেন। উত্তেজিত হয়ে সুইমিং ফেডারেশনের গেট ভেঙে ফেলেন। ভেতেরে প্রবেশ করে বিক্ষুব্ধের একাংশ অস্থায়ী বুথে আগুন ধরিয়ে দেন। অনেকে ভেতরে প্রবেশ করে ফেডারেশনের গ্লাস ভাঙচুর করেন। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এরপরই সেখানের পরিস্থিতি শান্ত হলে ভেঙে ফেলা সাঁতার ফেডারেশনের গেট বাঁশের বেষ্টনী দিয়ে আটকে দেওয়া হয়। এরই মধ্যে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের টহল বাড়ানো হয়।
সাঁতার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়া জানান, কেন ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, 'ফেডারেশনের সভাপতির রুমের গ্লাস, সাধারণ সম্পাদকের রুমের গ্লাস, ভিআইপি গ্যালারিতে উঠার লিফটের সাইডের গ্লাস ভেঙে চুরমার করে দিয়েছে।'
ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ছুটে গেছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী এবং বিসিবির প্রতিনিধি। সেলিম মিয়া বলেন, 'ক্রীড়া পরিষদের প্রকৌশলী এসেছিল। তিনি সবকিছু দেখে নোট নিয়ে গেছেন। আর বিসিবি লোক পাঠিয়ে সবকিছু মেরামত করে দিচ্ছে। বিসিবি খুবই দ্রুত উদ্যোগ নিয়ে লোক পাঠিয়ে কাজ শুরু করেছে। কোথায় কোথায় ভাঙচুর হয়েছে তা দেখে নতুন যেসব প্রয়োজন তা করে দিচ্ছে।'