রাঙামাটির পাগলিছড়ি ও যমচুগ এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (৩ জানুয়ারি) জেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন ও যমচুগ এলাকায় এই অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, রাঙামাটি রিজিয়নের চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফের দুটি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া যায়।
এতে আরও দাবি করা হয়, সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে। এছাড়া যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে। ওই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাংকারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।