পটুয়াখালীর বাউফলে শিবু বনিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের দুই কর্মচারীকে বেঁধে প্রায় পাঁচ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। শিবু বনিক ওই বন্দরের ব্যবসায়ী। অপহরণের খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শিবু বনিক চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার রাতে পুরো দিনের হিসাব বুঝে নিয়ে তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে শিবু বনিককে জিম্মি করে। তাছাড়া শংকর (৩৪) ও তাপস (৩৫) নামের দোকানের দুই কর্মচারীকে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। পরে দোকানের ক্যাশে থাকা পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সবশেষ শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে ওই বন্দরের ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।