মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

লাল কার্ড আর পেনাল্টি মিসের পরও ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষে রিয়াল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:১৩

নতুন বছরে লা লিগার প্রথম ম্যাচ ছিল বেশ নাটকীয়তায় ভরপুর। জুড বেলিংহ্যামের পেনাল্টি মিসের পর ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড। কোনো কিছুতেই সাবলীল ছিল না রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের এমন বাজে দিনে ত্রাতা হয়ে এসেছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তার ঝলকেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোরা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তিনে থাকা বার্সা ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে রিয়াল। ২৭ মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। 

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে লস ব্লাঙ্কোরা। তবে গোলের দেখা পায়নি তারা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। 

বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ রিয়াল। ম্যাচের ৫২ মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি নেন বেলিংহ্যাম। তার নিচু গড়ানো শট পোস্টে লেগে ফেরত আসে। রিয়ালের জার্সিতে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।

ম্যাচের ৭৯ মিনিটে  ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। এরপর বদলি নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মদ্রিচ। ম্যাচের ৮৫ মিনিটে বেলিংহামের দারুণ পাস পেয়ে জাল খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে রিয়ালকে পূর্ণ পয়েন্ট এনে দেন বেলিংহ্যাম। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib