বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন বছরে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু। একই সময়ে নতুন করে ৫৬ জন এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, টানা তিনদিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে ৩১ ডিসেম্বর একজনের মৃত্যু হয়েছিল।

সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে নয়জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন।

ইত্তেফাক/জেডএইচডি
unib