শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রাজধানীর রাস্তায় পড়েছিল বৃদ্ধার মরদেহ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪০

রাজধানীর গেন্ডারিয়া থানার বানিয়া নগরের রাস্তা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন ইসলাম জানান, আমরা খবর পেয়ে গেন্ডারিয়ার বানিয়া নগর এলাকার রাস্তায় অজ্ঞাতনামা এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পারি নিহত ব্যক্তি একাই থাকতেন। ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত জনার চেষ্টা চলছে।

সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/পিএস
 
unib