লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে হাতির আক্রমণে ফরিদুল আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপরদিকে তার পাতানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতির মৃত্যুর অভিযোগ উঠেছে। উভয় ঘটনাটি ঘটেছে ফাঁসিয়াখালী ইউনিয়নে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলি গ্রামের আলী আহমদের ছেলে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হাতির আক্রমণে ফরিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ধান খেত পাহারা দেওয়ার সময় বন্যহাতির পাল খেতে নেমে পড়ে। এ সময় হাতি তাড়ানোর চেষ্টা করলে দলছুট একটি হাতি কৃষক ফরিদুল আলমকে আছড়ে মেরে ফেলে।
অপরদিকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, দক্ষিণ ঘুনিয়া পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের লাউ খেত রয়েছে। গত এক সপ্তাহ ধরে বন্যহাতির একটি দল লাউ খেতসহ ফসলি জমিতে হানা দিচ্ছিলো। সোমবার রাতে লাউ খেতের পাশেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতিটি মারা যায়।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাএলাহী জানান, প্রাথমিক আলামতে হাতিটিকে বৈদ্যুতিক শর্ট দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। কৃষক ফসলি জমি রক্ষায় খেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে বলে জানা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।