বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপে) চিহ্নিত জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৮ জানুয়ারি) সংস্থাটির নগর পরিকল্পনা শাখা এ অভিযান পরিচালনা করে। সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. কামরুল ইসলাম।
অভিযানে জোন-১ ও জোন-৩, রাজউক এর আওতাধীন নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল, অবৈধ হাউজিং প্রকল্প, কৃষি জমি ও জলাধার ভরাট করে অবৈধ বালু ভরাট, এলজিইডি কর্তৃক রাজউকের প্রদানকৃত অনাপত্তিপত্রে উল্লিখিত স্থানের পরিবর্তে অন্য জায়গায় ব্রিজ নির্মাণ করায় সড়কের পাশে প্রজেক্ট অফিসের বাউন্ডারি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাজউক ড্যাপের ব্যত্যয় করে অবৈধভাবে বালু ভরাট ও প্লটিং নির্মান কাজ করায় দুই প্লটের মালিককে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬টি প্লটের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং ৪টি ডেজিং মেশিনের পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় উত্তর কাউন্দিয়া এলাকা ও বেঁড়িবাধ রাস্তায় সকল ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধসহ ড্রেজিং মেশিন ১ দিনের মধ্যে সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে রাজউকের অঞ্চল ৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, মুস্তাফিজুর রহমান, আবু কাওসার ও সহকারী নগর পরিকল্পনাবিদরা, সহকারী অথরাইজড অফিসার, কানুনগো, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অন্য আরেক অভিযানে এলজিইডি কর্তৃক নির্দিষ্ট স্থানে ব্রিজ নির্মাণ না করায় সংশ্লিস্ট কর্তৃপক্ষকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয় এবং ব্রিজের নকশা ও রাজউকের অনাপত্তিপত্র জরুরি ভিত্তিতে রাজউক কর্তৃপক্ষের নিকট জমা দেয়ার অনুরোধ করা হয়।