শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

নির্বাচকরা সুযোগ দিলে কামব্যাক করবো: সাব্বির 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান। তবে লম্বা সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে। এমনকি গত বিপিএলে ছিলেন অবিক্রিত। তবে এবার ড্রাফট থেকে হার্ডহিটার এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। একাদশে সুযোগ পেয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন সাব্বির।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাব্বির। দল জিততে না পারলেও এমন ইনিংসে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই ব্যাটার। তাই এখনও স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে খেলার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে সাব্বির বলেন, 'খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র....বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তবা কামব্যাক করবো।'

তিনি আরও বলেন, 'আমি আমার মত প্র্যাকটিস করি, মিরপুরে হয়তো করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ভালোমতো খেলার জন্য।'

এমন ইনিংস পরের ম্যাচগুলো আত্মবিশ্বাস যোগাবে উল্লেখ করে সাব্বির বলেন, 'এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।' 

ইত্তেফাক/জেডএইচ