ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দল দেশে ফিরলে সেদিনই হকি ফেডারেশন সংবর্ধনা দেয় এবং ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। গতকাল আবারও সংবর্ধনার আয়োজন করে হকি ফেডারেশন। এবার বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়। ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। খেলোয়াড়, কোচ ম্যানেজার, ফিজিও পেলেন ৫০ হাজার টাকা করে।
খেলোয়াড়দের আগমনকে ঘিরে ঢাকায় বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় অবস্থিত শাহীন দ্বীপে সাজসজ্জায় ছিল এশিয়া কাপের খেলার বিভিন্ন ছবি। সারা দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, ফান গেম, ক্যারম খেলা, ছবি তোলা, দুপুরের মধ্যাহ্নভোজের পর গানের অনুষ্ঠান। সেখানে নাচানাচি করে আনন্দ উপভোগ করেছেন খেলোয়াড়রা।
অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এবং হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ও বিসিসির পরিচালক ইফতেখার উদ্দিন, মন্ত্রণালয়ের সার্চ কমিটি প্রমুখ উপস্থিত ছিলেন। হকির ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
যুব হকি দলটাকে প্রস্তুত করতে গিয়ে বিকেএসপি, বিসিবি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-সহ অন্যান্য প্রতিষ্ঠানের কথা তুলে ধরেন হকির সভাপতি হাসান মাহমুদ খাঁন। বিসিবির পরিচালক মিঠু এবং সভাপতি ফারুক কীভাবে হকির জন্য সহযোগিতা করেছেন, সেটিও কৃতজ্ঞতার সঙ্গেই বলেছেন তিনি। তাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় হাসান মাহমুদের। ভবিষ্যতে হকির পাশে থাকবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
খেলোয়াড়দের জন্য উন্নয়ন প্রশিক্ষণের কথা তুলে হাসান মাহমুদ বলেন, 'বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে দীর্ঘদিনের প্রস্তুতি দরকার। একই সঙ্গে দরকার অর্থ। সম্মানিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'
সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুশি বাংলাদেশের অনূর্ধ্ব-২১ খেলোয়াড়রা। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি ঘরোয়া হকিও দাবি জানিয়েছেন তারা। রকি বলেন, 'ঘরোয়া হকি যদি হয়, তাহলে সবাই খেলার মধ্যে থাকবেন। আর যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেটিও ভালো। জুনিয়র সিনিয়র একসঙ্গে হলাম সবাই।'
ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, 'আমরা লম্বা সময়ের জন্য প্রস্তুতি শুরু করবো। তবে ক্যাম্পে ডাকার আগে ফিটসেন টেস্ট করা হবে। যারা টেস্টে টিকবেন তারাই ক্যাম্পে উঠবেন। খেলোয়াড়দেরকে বলে দেওয়া হয়েছে তারা যেন ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করেন।'