শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসি সিলেটের 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭

খুলনা টাইগার্সকে জয়ের পথে রেখেছিলেন মোহাম্মদ নাওয়াজ। তাকে আউট করে তানজিম হাসান সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি হয় কিছুটা উত্তপ্ত। তবে সিলেটের বাকিরা এসে সামাল দেন পরিস্থিতি। এমন উত্তাপ ছড়ানো ম্যাচে দারুণ এক জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। খুলনাকে ৮ রানে হারিয়েছে স্বাগতিক সিলেট।

রোববার (১২ জানুয়ারি) টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাট করে জাকির হাসান ও রনি তালুকদারের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট।

রনি ৪৪ বলে ৫৪ রান করেন। এছাড়া জাকির ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট। 

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে করতে অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও ছিলেন ধীরগতিতে। আর বাকীরা ছিলেন ব্যর্থ। মিডল অর্ডারে ১৮ বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশা দেখান মোহাম্মদ নাওয়াজ। কিন্তু তানজিম সাকিবের বলে আউট হয়ে ফিরে যান তিনি।

শেষ দিকে ১৬ বলে ২৮ রান করে খুলনাকে লড়াইয়ে রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে শেষ পর্যন্ত ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে খুলনাকে।

ইত্তেফাক/জেডএইচ