বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কটিয়াদীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অভিযান, আটক ৬

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডিবি পুলিশ পরিচয়ে অভিযান চালানোর সময় ৬ জনকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০)।

কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, উপজেলার বোয়ালিয়া গ্রামের মুদি দোকানদার আল আমিনের বাসায় মঙ্গলবার দুপুর ২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে অভিযান চালাতে যায় ওই ছয়জন। এ সময় তাদের সন্দেহ হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করেন। 

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib