শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

টাঙ্গাইলে শুরু হলো লোক সংস্কৃতি ও পিঠা উৎসব

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কালচারাল রিফরমেশন ফোরাম ও জেলার আয়োজনে শুরু হয়েছে লোক সংস্কৃতি ও পিঠা উৎসব। 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। এছাড়া স্বাগত বক্তব্য দেন লোক সংস্কৃতি ও পিঠা উৎসব কমিটির আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোলাম আম্বিয়া নুরী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ও মেয়েদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় ৪২টি স্টল বসেছে। যেখানে পাওয়া যাচ্ছে ভাপা, নকশি, চিতই, পাটিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল, তালের পিঠা ও দুধের পিঠাসহ বিভিন্ন রকমের পিঠা।

মেলায় আগত দর্শনার্থীরা জানায়, কুয়াশার সকালে কিংবা সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির ঐতিহ্যের অংশ।

চলচ্চিত্র পরিচালক ও মেলায় অংশগ্রহণকারী বাইস্কোপ পিঠাঘরের স্বত্বাধিকারী রিয়াজুল রিজু জানান, নবীন ও প্রবীণের সমন্বয়ে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এজন্য আমি আনন্দিত।

তিনি আরও জানান, নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় পিঠার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ। প্রতি বছর এ রকম লোক সংস্কৃতি ও পিঠা উৎসবের আয়োজন করা হবে এমন প্রত্যাশা তার।

মেলায় ঘুরতে আসা টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা জানান, দীর্ঘদিন পর টাঙ্গাইলে একটি ব্যতিক্রমধর্মী লোক সংস্কৃতি ও পিঠা উৎসবের আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রতিটি পিঠার স্টল ঘুরে দেখেছি। স্টলে বিভিন্ন রকমের পিঠার ডালি সাজিয়ে রেখেছে দোকানিরা। খুব ভালো লাগছে। নতুন নতুন অনেক পিঠার সঙ্গে পরিচিত হলাম। সেগুলোর স্বাদ নিলাম।

ইত্তেফাক/এসএএস
 
unib