বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

শুক্রবার ৩টা থেকে চলবে মেট্রোরেল  

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৩

মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে দুপুর ৩টা থেকে চলবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপকের (প্রশাসন) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুসারে, প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিলের পথে দুপুর ৩টায় প্রথম ট্রেন ছাড়বে। আর শেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের পথে প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিট ও শেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

এতে আরও বলা হয়, যাত্রীরা শুক্রবার যাত্রার ক্ষেত্রে উত্তরা উত্তর স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিট ও মতিঝিল স্টেশনে ৩টা ৫ মিনিট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib