শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মাধবপুরে সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ, আহত ২

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৭

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগনের ফয়েজাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন মাহিন ও হৃদয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরফান মিয়া তার দুই বন্ধু মাহিন ও হৃদয়কে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে যাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সুরমা চা বাগনের ফয়েজাবাদ এলাকায় পৌঁছালে বাকের বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই আরফানের মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় মাহিন ও হৃদয়কে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছেন পুলিশ।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, এ দুর্ঘটনায় আরফান নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib