বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মির্জা ফখরুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হলে এই আত্মত্যাগীদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে হবে। তাদের ত্যাগকে সত্যিকার অর্থে কাজে লাগাতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সকলে হিংসা-বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দূর এগিয়েছি আমরা। আরও অনেক দূর এগোতে হবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনা কালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা, ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

তিনি বলেন, ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, সাংবাদিক ও লেখক শফিক রেহমান। 

ঢাকা কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নেন। গান ও খেলাধুলা ও স্মৃতিচারণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জাঁকজমক পূর্ণ করে তুলে। কলেজ জীবনের শিক্ষার্থীদের পেয়ে তারা পুরনো দিনে ফিরে যায় এবং আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়।

ইত্তেফাক/এমএএস
 
unib