মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

স্বামীর সঙ্গে ঝগড়া, শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ স্ত্রীর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:২২

ভোলার চরফ্যাশনে স্বামীর সঙ্গে ঝগড়ার পর দেড় বছরের শিশুকে কোলে নিয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মাইমুনা বেগম সুখী নামের এক গৃহবধু। তবে তিনি বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে দেড় বছরের শিশু ইব্রাহিম।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকার মেঘনা নদীতে ঝাঁপ দেন ওই নারী।

পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশু ইব্রাহিম জিন্নাগড় ৫ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে। ওই নারী চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শরিফপাড়া এলাকার মো. ইয়াছিনের মেয়ে।  

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে ওই নারী শিশু পুত্রকে কোলে নিয়ে বেতুয়া প্রশান্তি পার্কের মেঘনা নদীর পাড়ে বসেছিলেন। কিছুক্ষণ পরে দেখতে পান ওই নারী শিশু পুত্রকে বুকে নিয়ে মেঘনার ঢেউয়ের সঙ্গে হাবুডুবু খাচ্ছেন। তারপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

মাইমুনা বেগমের মা তাছনুর বলেন, চার বছর আগে আবদুর রহিমের সঙ্গে মাইমুনার বিয়ে হয়। তাদের প্রথম পুত্র সন্তান জন্মের পরপরই নানা পারিবারিক ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে রোববার ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান মাইমুনা। পরে জানতে পারি ঝগড়া করে সে নদীতে ঝাঁপ দিয়েছে।

ওই গৃহবধুর স্বামী রহিম বলেন, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্ত এ কারণে সে নদীতে ঝাঁপ দিবে এটা আমার কল্পনারও বাইরে ছিলো।  

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষ যদি অভিযোগ করে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি
 
unib