মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:২১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সকল হত্যার বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম।

সোমবার (২০ জানুয়ারি) আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ব্যারিস্টার এস এম মইনুল করিম বলেন, এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ হয়েছে। সেই তদন্ত করতেই ১২ সদস্যের একটি টিম রংপুরে এসেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। 

পরিদর্শনের সময় ঘটনার এস্কেচ ম্যাপ তৈরিসহ ইলেকট্রনিক্স ডিভাইসের মূলফুটেজ সংগ্রহ করেন এবং জানান, এর যথাযথ ফরেনসিকপরীক্ষা করা হবে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর।

তিনি আরও বলেন, আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে সকল শহীদদের নিহত হওয়ার ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। তিন দিনের সফর শেষে আগামীকাল ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।

ইত্তেফাক/এএইচপি