শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজী দিপু (৪০) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনী গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও এই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরেও তাদের দেশীয় অস্ত্রের মহড়া দেয় দুই গ্রুপ। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কাজী দিপু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতলে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দিপু ফরিদ মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ মুহূর্তে পরিস্তিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি
 
unib