শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ব্যবসায়ীকে হত্যার পর লাশ ফেলে রাখা হলো লেবু বাগানে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪৮

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাড়ির পাশের লেবুর বাগান থেকে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম মিয়া (৫০) ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুস সালাম মিয়া বুধবার রাত ১০টার দিকে বরাবরের মতো তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি নিখোঁজ হন। তিনি বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা রাত ব্যাপী খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পায়।

নিহতের স্ত্রী বাছাতন নেছা বলেন, আমার স্বামী দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকালে আমাদের লেবু বাগানে তার জবাই করা লাশ দেখতে পাই। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার কোনো শক্র ছিল না। যারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।

নিহতের মামা সিদ্দিক হোসেন বলেন, আমার ভাগ্নে আবদুস সালাম গ্রামের মধ্যে একজন ভদ্র ও সহজ সরল মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমএএস
 
unib