শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

৪৩তম বিসিএস

শিক্ষা ক্যাডারের যোগদান না করা কর্মকর্তাদের তথ্য চেয়েছে সরকার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:১৩

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা ক্যাডারের নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে যারা নির্ধারিত সময়ে পদায়ন করা কর্মস্থলে যোগদান করেননি, তাদের তথ্য চেয়েছে সরকার। আগামী ২৬ জানুয়ারির মধ্যে ই-মেইলে তথ্য পাঠাতে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

অফিস আদেশে বলা হয়, ৪৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের শেষ তারিখ ছিল গত ১৫ জানুয়ারি। ওই তারিখের মধ্যে যারা যোগদান করেননি, তাদের নাম, মেধাক্রম ও রেজিস্ট্রেশন নম্বরসহ) আগামী ২৬ জানুয়ারিরর মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

 

ইত্তেফাক/আরএস
 
unib