শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভাঙনের পথে শেবাগের ২০ বছরের সংসার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:১৩

ভারতের বিশ্বকাপজয়ী মারকুটে ওপেনার বীরেন্দ্রর শেবাগ ও তার স্ত্রীর বিচ্ছেদ হতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০০৪ সালে বিয়ে করেন শেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াত। কিন্তু সম্প্রতি আলাদা থাকছেন তারা। এছাড়া ইনস্টাগ্রামে শেবাগ ও আরতি একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শেবাগ সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছিলেন না। গত দীপাবলী অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার তার ছেলে ও মায়ের ছবি প্রকাশ করেন। সেখানে স্ত্রী আরতি কোনো ছবি এমনকি তাকে কোনো মেনশনও করেননি তিনি। এরপরই ডিভোর্সের গুঞ্জন শক্তিশালী হয়।

এছাড়া কয়েক সপ্তাহ আগে বিশ্ব নাগায়ক্ষী মন্দিরে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন শেবাগ। সেখানেও তাকে একাই দেখা যায়। এরপর স্পষ্ট হয় স্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না।

২০০৪ সালে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বিয়ে করেন আরতি ও শেবাগ। তাদের দুই সন্তানও আছে। ২০০৭ সালে প্রথম সন্তান আর্যবীর জন্মগ্রহণ করেন। তিন বছর পরে দ্বিতীয় সন্তান বেদান্ত ২০১০ সালে জন্মগ্রহণ করেন।

ইত্তেফাক/জেডএইচ