শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সুবর্ণচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দেশমাতা ফাউন্ডেশন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সকল ইউনিয়নের শীতার্তদের কম্বল উপহার দিয়েছে দেশমাতা ফাউন্ডেশন। শুক্রবার (২৪ জানুয়ারি) দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম কিরণ, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ। 

এ সময় ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খাঁন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কাজী ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।। 

দেশমাতা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় এবার নোয়াখালী জেলার সদর ও সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী পৌরসভার শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib