বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৩২

মাদারীপুরের শিবচরে বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তরুণী মনিকা আক্তারের (১৮) স্বামী রিয়াদ ব্যাপারী, রিয়াদের বন্ধু মামুন ও সুজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকার লাভলু মুন্সীর মালিকানাধীন ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। 

মনিকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী রিয়াদ ব্যাপারী একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে মনিকা ও রিয়াদ এক সপ্তাহ আগে বিয়ে করেন। পরিবারের লোকজন এ বিয়ে মেনে না নেওয়ায় শিবচরের গুয়াতলা এলাকার লাভলু মুন্সীর বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন দুজন। আজ সকালে নাশতা করতে ঘরের বাইরে বের হন রিয়াদ। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মনিকার মরদেহ উদ্ধার করে। এরপর মনিকার স্বামী রিয়াদসহ তিনজনকে আটক করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসএএস
 
unib