ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গোমার উপকণ্ঠে দেশটির সেনা ও বিদ্রোহী গোষ্ঠী 'এম২৩'-এর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতে শুক্রবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশ তাদের নাগরিকদের ওই এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। এর আগে কঙ্গোর সেনাবাহিনী ও রুয়ান্ডার নেতাদের শান্তি আলোচনা ভেস্তে যায়।
সম্প্রতি রুয়ান্ডার সেনাবাহিনীর সমর্থনে বিদ্রোহী গোষ্ঠী 'এম২৩' কঙ্গোর পূর্বাঞ্চলের বেশকিছু এলাকা দখলে নিয়েছে। ফলে ওই এলাকায় তীব্র মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ।
এদিকে বিমানবন্দর এখনো খোলা আছে জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তাদের নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, এই সংঘাতে এখন পর্যন্ত দেশটির ৪ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই সংঘাতে তারা খুব ঝুঁকিতে আছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, আবার সংঘর্ষ শুরু হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুরো অঞ্চলে তা ছড়িয়ে পড়বে।
প্রসঙ্গত, বিদ্রোহীদের হামলায় পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর কিভুর সামরিক গভর্নর জেনারেল পিটার সিরিমওয়ামি শুক্রবার নিহত হয়েছেন বলে জানা গেছে।