মালয়ালম সিনেমার আলোচিত নির্মাতা শফি মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টা ২৫ মিনিটে কোচির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, অনিদ্রা ও তীব্র মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে জানিয়েছে, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানা যায়। এরপর দ্রুত অস্ত্রোপচার করেও শফিকে বাঁচানো যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শফির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা বিষ্ণু উন্নিকষ্ণান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘শফি স্যার চলে গেছেন। তার রেখে যাওয়া স্মৃতি আর গল্পগুলো সব সময় থেকে যাবে।’
প্রখ্যাত নির্মাতা রাজাসেনানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালে ‘ওয়ান ম্যান শো’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শফি ১০টি সিনেমা বানিয়েছেন।
অভিনেতা দিলীপের সঙ্গে তার বেশ কয়েকটি হিট সিনেমা আছে। এর মধ্যে ‘কাল্যাণারামন’, ‘মারিক্কুনডোরু কুনজাডু’, ‘টু কানট্রিজ’ উল্লেখযোগ্য। মৃত্যুকালে শফি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।