বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছাড়া হলো সুন্দরবনে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২২

সুন্দরবনের নদীতে কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকালে সুন্দরবনের বাগেরহাটের চরাপুটিয়া এলাকায় কুমির ছেড়ে দেওয়া হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, কুমিরটির পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে কুমিরের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে। এর ফলে কুমিরের খাবার এবং অন্যান্য বিষয় সম্পর্কে আরও বেশি গবেষণা করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘মূলত কুমিরের জীবনাচরণ জানতে স্যাটেলাইট ট্রান্সফরমার বসিয়ে কুমির অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক কুমির বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার সঙ্গে। আশা করি, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কুমিরের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো। ফলে কুমিরের খাবার ও চিকিৎসায় আমূল পরিবর্তন আসবে।’

বিশ্বে বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করা হলেও বাংলাদেশে প্রথমবার গত বছরের ১৩ ও ১৬ মার্চ চারটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের ভদ্রা ও হারবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়।

ইত্তেফাক/এএইচপি
 
unib