বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ান ওপেন

রাজ্য দখলে রেখেছেন সিনার, হতাশ জাভেরেভ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭

অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনারকে নিয়ে। এমনটি হওয়ার কারণও আছে বটে, কেননা ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা জিতেছেন তিনি। এবারের আসরেও শুরু থেকে দুর্দান্ত খেলে নিশ্চিত করেছেন ফাইনাল। এবার ফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা। 

এছাড়াও সবশেষ ২০২৪ ইউএস ওপেনের চ্যাম্পিয়নও এই ইতালিয়ান তারকা। সব মিলিয়ে নিজের ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সিনার। সেইসঙ্গে সিনারই একমাত্র ইতালিয়ান খেলোয়াড়, যিনি কিনা টানা দুই বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। যদিও ১৯০৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই টুর্নামেন্টে সিনার ছাড়া কোনো ইতালিয়ান উঁচিয়ে ধরতে পারেননি শিরোপা।

গতকাল মেলবোর্নে রড লেভার এরিনায় ১৫ হাজার দর্শকের সামনে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামে সিনার ও জাভেরেভ। প্রথম সেট থেকে দুর্দান্ত খেলতে থাকেন ২৪ বছর বয়সী সিনার। প্রথম সেট জেতেন ৬-৩ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেও সিনারের সঙ্গে পেরে ওঠেননি জাভেরেভ। এরপর তৃতীয় সেটেও হেরেছেন জাভেরেভ। ফলে ৬-৩, ৭(৭)-৬(৪) ও ৬-৩ গেমে জয় নিয়ে কোর্ট ছাড়েন সিনার। 

এমন অর্জনের পর উল্লাসে মেতে ওঠেন সিনার। দৌড়ে গিয়ে নিজের কোচ ড্যারেন কাহিলকে জড়িয়ে ধরেন। এমনকি এই শিরোপাও নিজের কোচকে উৎসর্গ করেন তিনি। কেননা অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নিজের কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন ড্যারেন কাহিল। জয়ের পর সিনার বলেন, 'এই অবস্থানে আসতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই মুহূর্তটি আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এটি একটি রোমাঞ্চকর অনুভূতি। আপনি জানেন যে ড্যারেন (কোচ) আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কারণ কোচ হিসেবে এটি আপনার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। আমি এই ট্রফিটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব খুশি।' 

অন্যদিকে হারের পর নিজের প্রিয় র‍্যাকেটের ওপর ক্ষোভ ঝাড়েন জাভেরেভ। কোর্টের মধ্যে আঘাত করেন র‍্যাকেট দিয়ে। যদিও সাবালাঙ্কার মতো তার র‍্যাকেট ভাঙেনি। এর পরই কান্নায় ভেঙে পড়েন ২৭ বছর বয়সী এই তারকা। তোয়ালে দিয়ে মুছতে থাকেন অশ্রু। তার এমন কান্না দেখে এগিয়ে আসেন সিনার, দেন সান্ত্বনা, জড়িয়ে নেন বুকে। এর আগে ২০২০ ইউএস ওপেনেও ফাইনালে খেলে ছোঁয়া হয়নি কাঙ্ক্ষিত সেই শিরোপা। সব মিলিয়ে তিন আসরে ফাইনাল খেলেও শিরোপা জয় করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ
 
unib