বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি চলাকালে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলার পর সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে বাদী হয়ে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করেন রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও ছবি দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িত সুমনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।

আরএমপি কমিশনার আবু সুফিয়ান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সুমনের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়।পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন  চুয়াডাঙ্গার আলাইপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িত সুমনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি চলাকালে মঙ্গলবার সারাদেশের মতো রাজশাহীতেও বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। এই খবরে সকালে বিক্ষোভ করেন কয়েকশ’ যাত্রী। পরে বিক্ষুব্ধরা স্টেশনে ভাঙচুর চালায়।

ইত্তেফাক/এপি
 
unib