বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নারীদের ফুটবলে বাধা দেওয়ার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে ভাঙচুর ও পরবর্তী সময় ম্যাচটি বাতিল হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জাবি স্পোর্টস ক্লাবের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ফের শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ‘জয়পুরহাটে নারীদের একটি ফুটবল খেলা হতে দেওয়া হয়নি। আমরা আগেও দেখেছি, নায়িকাদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

ছবি: ইত্তেফাক

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শরণ এহসান বলেন, ‘নারী খেলোয়াড়েরা দেশকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেফারি জয়া চাকমা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এত কিছুর পরও প্রান্তিক পর্যায়ে নারী খেলোয়াড়দের প্রতি সহিংস আচরণ দেখতে পাচ্ছি।’ 

জয়পুরহাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘জুলাইয়ে গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি, আমাদের বোনেরা কীভাবে বিপ্লবী ভূমিকা পালন করেছেন। তারা বাংলাদেশের যেকোনো অন্যায়ে আপসহীন মনোভাব লালন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের বাংলার বাঘিনীরা কখনো পিছপা হননি। জয়পুরহাটে নারীদের অদমিত করার জন্য যেসব উগ্রবাদী খেলার মাঠে নৃশংস হামলা চালিয়েছেন, তাদের অতি দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’    

এর আগে, নারীদের ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে গত মঙ্গলবার বিকালে একদল মানুষ মিছিল নিয়ে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। পরে নারীদের ফুটবল ম্যাচটি বাতিল করেন আয়োজকেরা।  

ইত্তেফাক/এসএএস
 
unib