বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

‘পাঁচ লাখ চাইছি, ২ লাখ দিয়েন’ চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:৪৮

‘পোলাপান আছে বোঝেন না? পাঁচ লাখ তো চাইছি, দুই লাখ দিয়েন’ সম্প্রতি এমন একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমান এভাবেই এক নারীর কাছ থেকে চাঁদা চেয়েছেন। এ নিয়ে সমালোচনার মুখে এবার তাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়েছে।

অলিউর রহমান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান আ. রশিদের ছোট ছেলে এবং দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সদস্য।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মো. মতিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহনের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকি উপজেলা শাখার সদস্য মো. অলিউর রহমানের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি জাকিয়া বেগম টিয়া নামক এক নারীর কাছে মো. অলিউর রহমান চাঁদা চেয়েছেন- এমন ফোন রেকর্ড ভাইরাল হলে দুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

ইত্তেফাক/এপি
 
unib