দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। রঞ্জিতে তার প্রত্যাবর্তনকে ঘিরে প্রত্যাশার কমতি ছিল না দর্শকদের। মাঠে হাজির হয়েছিলেন ধারণক্ষমতারও বেশি দর্শক। তবে প্রত্যাবর্তন সুখকর হয়নি কোহলির। টিকেছেন মাত্র ১৫ বল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিল্লি টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মাঠে ফিল্ডিংয়ের সময়ই সমর্থকদের ভালোবাসা পান তিনি। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের ভালোবাসার প্রতিদান দেন কোহলি।
শুক্রবার (৩১ জানুয়ারি) ব্যাটিংয়ে নামেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বেশ সতর্কভাবে শুরু করেন কোহলি। ২৮তম ওভারে একবার দারুণ স্ট্রেট ড্রাইভে চার মারেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ১৫ বল টিকতে পারেন ভারতের সাবেক এই অধিনায়ক।
হর্ষ সাংওয়ানের ইনসুইং ডেলিভারিতে ব্যাট-প্যাডের মাঝের ফাঁক গলে তার অফ-স্ট্যাম্প উড়ে যায়। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরবতা। মাত্র ১৫ বল খেলে ৬ রান করেই ইনিংস শেষ করতে হয় কোহলিকে। এই ম্যাচে দিল্লির আরেকটি ইনিংস আছে। সে ইনিংসে ভালো কিছু করতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন কিং কোহলি।