বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লির মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া থানার লোকমান হোসেনের ছেলে। পরে ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, শুক্রবার সকালে কাজ করছিলেন আব্দুল কুদ্দুস। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা মুসল্লিরা তাকে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসএএস
 
unib