বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন মার্শ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:০২

অধিনায়ক প্যাট কামিন্সকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। এরই মাঝে দুঃসংবাদ পেয়েছে অজিরা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্শ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

পিঠের চোটের কারণে শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, চলতি মৌসুমেই আর খেলতে পারবেন না মার্শ। বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, 'জাতীয় নির্বাচক প্যানেল ও ছেলেদের মেডিকেল ইউনিট চোটের কারণে মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে। সম্প্রতি তিনি পিঠের নিচের অংশের চোটে ভুগছেন। মার্শের জায়গায় কাকে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল।'

চ্যাম্পিয়নস ট্রফির আগে চোট সমস্যা বেশ বিপাকে পড়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মার্শের পাশাপাশি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েও। গোড়ালির চোটে ভুগছেন তিনি। চলমান শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলেও নেই তিনি। যদিও ইনজুরির পাশাপাশি এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিও চলছে তার। 
 
এছাড়া মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন পেসার জশ হ্যাজেলউডও। সব মিলিয়ে বেশ বিপাকে পড়েছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ইত্তেফাক/জেডএইচ
 
unib