ঘন কুয়াশায় রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২২জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পীরগাছার নব্দীগঞ্জ বাজার, পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানা এলাকা ও নগরীর নজিরের হাটে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কাউনিয়া থেকে ছেড়ে আসা থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থ্রি-হুইলারের যাত্রী কাউনিয়া শ্যামপুর এলাকার মঞ্জুমিয়ার ছেলে শাহীন (২৮) ও অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে থানার কাছে ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের আসলাম খান নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় পথচারী মাসুদ মিয়া (৪৫) নিহত হয়েছেন। তিনি জেলার গঙ্গাচড়া উপজেলার চাঁদনী পাড়ার বাসিন্দা।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, নব্দীগঞ্জে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।