শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভারতে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, এর্নাকুলাম জেলার উত্তর পারাভুর এলাকায় এর্নাকুলাম গ্রামীণ পুলিশ ও সন্ত্রাস দমন স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বেশে বিভিন্ন স্থানে কাজ করছিল। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, চলমান বিশেষ অভিযান 'অপারেশন ক্লিন'-এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গত দুই সপ্তাহ আগে এর্নাকুলামে প্রথম ২৮ বছর বয়সী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এরপর জেলা পুলিশ সেখানে অভিযান শুরু করে।

ইত্তেফাক/এসকে
 
unib