খুলনার রূপসা নদীতে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামালবাহী লাইটার জাহাজ এম ভি সেভেন সার্কেল ডুবে গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় জাহাজটি।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের হারবারিয়া থেকে লাইটার জাহাজ এম ভি সেভেন সার্কেল ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফুট নিচে ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। ফলে জাহাজটি অর্ধেকের বেশি ডুবে যায়। পরে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে খবর পেয়ে জরুরিভাবে কোস্টগার্ডের (বিসিজি) রূপসা স্টেশনের উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি আরও বলেন, জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু নিরাপদে রয়েছেন। কোস্টগার্ড ইতিমধ্যে জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।