অবিলম্বে কঙ্গোতে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা জানিয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উত্তপ্ত হয়েছে। আগের চেয়ে তীব্রতর হয়েছে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা।
জাখারোভা বলেন, আমরা অবিলম্বে শত্রুতা বন্ধ, অধিকৃত অঞ্চলগুলো থেকে এম২৩ বিদ্রোহীদের সরে যেতে এবং বিদ্যমান আঞ্চলিক শান্তিরক্ষা ব্যবস্থার কাঠামোর মধ্যে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করতে আহ্বান জানাচ্ছি। এই উত্তেজনাকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাতে রূপ নিতে দেওয়া যাবে না।
রুশ কূটনীতিক কিনশাসায় বিদেশি দূতাবাসে সাম্প্রতিক হামলার নিন্দাও করেছেন। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কেবল সংঘাতে জড়িত সমস্ত আগ্রহী পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে পূর্ব কঙ্গোয় সহিংসতার অবসান অর্জন করা যেতে পারে।
দেশটি কয়েক দশক ধরে সহিংসতায় জর্জরিত হয়েছে, বিশেষত পূর্বাঞ্চলে। এম২৩ ও আরও কয়েকতি সশস্ত্র গোষ্ঠী স্থানীয় সম্পদের জন্য কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করছে। অঞ্চলগুলো সোনা এবং হীরাসহ খনিজ সমৃদ্ধ।
সম্প্রতি সর্বশেষ উত্তেজনার সময় এম২৩ যোদ্ধারা একটি বিশাল অঞ্চল দখল করে। এরপর বৃহত্তর সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘ।