শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

১৬ দিন পরে টেকনাফে পৌঁছলো আরাকান আর্মির আটক করা জাহাজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪

নাফ নদীর মোহনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আটক করা পণ্যবাহী একটি জাহাজ ১৬ দিন পর মুক্তি পেয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জাহাজটি পণ্যসহ টেকনাফ স্থলবন্দরে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী ৪টি জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসার পথে রাখাইন সীমান্তে নাফ নদীতে আরাকান আর্মি জাহাজগুলো আটকে দেয। এর দুইদিন পরে ধাপে ধাপে ৩টি জাহাজ ছেড়ে দেয়। ১৬ দিন পরে বাকি ১টি জাহাজ আরাকান আর্মি ছেড়ে দিলে শনিবার দুপুরের দিকে পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছে। 

তিনি আরও বলেন, যতটুকু জেনেছি আরাকান আর্মি জাহাজগুলো তল্লাশির জন্য রেখে দিয়েছিল।

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছে, মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফের ব্যবসায়ীদের পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া তিনটি জাহাজ গত ১৬ জানুয়ারি দুপুরে নাফ নদীর মোহনার নাইক্ষ্যংকদিয়া এলাকায় পৌঁছালে তল্লাশির নামে আটকে দেয় আরাকান আর্মি।

ইত্তেফাক/এমএএস
 
unib