রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে এক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’

ইব্রাহিম নামে আরেক শ্রমিক বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’

ইত্তেফাক/এসএএস
 
unib