বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে ভাই-বোন নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন আহত হন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে ইজিবাইক চালক মজনু মোল্লা (৫০) ও তার বোন সুমি আক্তার (৩০)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর তিন জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বাসটি আটক করা গেলেও চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

ইত্তেফাক/এমএএস
 
unib