শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

টেকনাফে যৌথ অভিযা‌নে দেড় লক্ষাধিক পিস ইয়াবা জব্দ, পালাতে গিয়ে মৃত ১

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৩

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযা‌নে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ বাহিনী। অভিযান চলাকালে পালাতে গিয়ে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিসিজি আউটপোস্ট শাহপরী দ্বীপ ও র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

মৃত ব্যক্তি টেকনাফ শাহপরী দ্বীপ ডাঙ্গরপাড়া গ্রামের সৈয়দের ছেলে আব্দুস সবি (৫০)। আটক মাদক পাচারকারী- টেকনাফের শাহপরী দ্বীপ মাঝের পাড়া গ্রামের আব্দুস জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০)। 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টহল দল বোটটি‌কে থামানোর সং‌কেত দেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বো‌টে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়।

কোস্টগার্ড আভিযানিক দল দুইজন ইয়াবা পাচারকারীকে সমুদ্র থেকে উদ্ধার করে। বাকি ৩ জন শাহপরী দ্বীপ বে‌ড়ি বাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে‌ বোট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত দুই পাচারকারী থেকে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে যায়। ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে আব্দুস সবিকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জব্দকৃত ইয়াবা ও আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে বলে কোস্ট গার্ড সূত্রে জানা যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কোস্টগার্ডের অভিযানের সময় পালাতে গিয়ে নদীতে ডুবে আব্দুস সবি (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএস
 
unib